Thursday, 25 September 2014

"বাড়ী বসে বড়লোক" শীর্ষক প্রোগ্রাম মৌলভীবাজারে আমি



"বাড়ী বসে বড়লোক" প্রোগ্রামে মৌলভীবাজার সার্কিট হাউজ মিলনায়তন কক্ষে ট্রেনিং শেষে প্রধান অতিথি মহোদয়ের নিকট হতে সনদপত্র গ্রহণ করছি আমি। পাশে আমি ও আমার শ্রদ্ধেয় ট্রেইনার মাহমুদুল হাসান রুমেল স্যার। তিনি সদূর বগুড়া থেকে এসে আমাদের ট্রেনিং করানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে সহযোগী ট্রেইনার মো: ফারুক হোসেনমো: আবু রায়হান স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতো কষ্ট করে ট্রেনিং করানোর জন্য।

No comments:

Post a Comment